০৪:৫৫:৪৩ সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : চীন তথ্য গো'পন করায় বিরাট মূল্য চোকাতে হচ্ছে গোটা পৃথিবীকে। বৃহস্পতিবার করো'না ভাই'রাসের সং'ক্র'মণ নিয়ে মন্তব্য করতে গিয়ে ফের তো'প দা'গলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মা'রণ ভাই'রাসের কারণে সৃষ্টি হওয়া মহামা'রির জন্য গতকালও বেজিংয়ের দিকে সরাসরি অ'ভিযো'গের আ'ঙুল তোলেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত সাংবাদিক বৈঠকে আমেরিকার রাষ্ট্রপতি বলেন, ''কয়েকমাস আগে যদি আমরা এই বিষয়ে জানতে পারতাম তা হলে খুব ভাল হত। চীনের যে এলাকা থেকে এটার সূত্রপাত হয়েছিল সেখানেই এটা চা'পা ছিল। আজকে এই মা'রণ ভাই'রাসের জন্য বিশ্বব্যাপী যে মহামা'রির সৃষ্টি হয়েছে তা চীনের তথ্য গো'পন করার জন্যই হয়েছে।''
ট্রাম্প বলেন, ''চীনের এই কাজের জন্যই বিরাট মূল্য চো'কাতে হচ্ছে গোটা পৃথিবীকে। আর এই বিষয়টি এখন সবার কাছেই স্পষ্ট। আমাদের সবারই মনে হচ্ছে এই ঘটনার পিছনে ওদেরই কারসাজি রয়েছে। আর আমি আশাকরি এটাই সত্যি। এই মা'রণ ভাই'রাসের সম্পর্কে মানুষ যদি আগে থেকেই জানত তাহলে শুরুতেই আট'কানো যেত। চীন থেকে বাইরে বের হতে পারত না। কিন্তু, তা হয়নি বলেই আজ গোটা বিশ্বে এই প্রাণঘা'তী ভাই'রাসের সং'ক্র'মণ ছড়িয়ে পড়েছে। এটা সত্যিই খুব দু'র্ভা'গ্যজনক।''