০৩:২১:০৭ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক: নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মোদি নিজের স্ত্রীর খবর রাখেন না দেশ সামলাবেন কীভাবে? বাংলার মানুষের খেয়াল রাখবেন কেমন করে। দিল্লিতে বসে দালালি করেন না। মানুষকে নিয়ে ভাবেন।’
পুরুলিয়ার কোটশিলায় নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বলেন, ‘আগে জঙ্গলে পা রাখতে ভয় পেতেন মানুষ। আমার সরকারই সেখানে শান্তি প্রতিষ্ঠা করেছে। ১৯৯০ থেকে ২০১১ সালে আমাদের সরকার আসার আগ পর্যন্ত এই পরিবেশ ছিল জঙ্গলমহলের সর্বত্র। শান্তি প্রতিষ্ঠা করে দেখিয়েছি আমরা।’
তিনি বলেন, ‘উৎকর্ষ বাংলা প্রকল্পে ৬ লাখ ছেলেমেয়েকে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেছি। সেখান থেকে ১০ হাজার ছেলেমেয়ে চাকরি পেয়েছে। আগামীতে জনগণের সহযোগিতায় আরও ভালো কিছু করতে চাই’
মমতা বলেন, ‘বিজেপি সরকার বহুবার পেট্রল-ডিজেলের দাম বাড়িয়েছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে। নরেন্দ্র মোদিকে ভোট কেন দেবেন? প্রধানমন্ত্রী হয়ে গ্যাসের দাম ১০০০ করে দিয়েছিলেন। আমাদের চিৎকারে কমিয়ে ৮০০ টাকা করেছে।’