০১:৫৬:০০ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
ঠাকুরগাঁও : স্ত্রীর সঙ্গে ঝগড়া কারার অভিযোগে ঠাকুরগাঁওয়ে রহিমা বেগম নামের ৭০ বছরের বৃদ্ধ মাকে বেধড়ক পিটিয়ে আহত করেছে ছেলে মজিবর রহমান। বর্তমানে ওই বৃদ্ধ মা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেম্বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাকে বাচাঁকে গিয়ে আহত হয়েছেন মেজো ছেলে খায়রুল ইসলাম ও তার স্ত্রী রেবেকা পারভিন। তারাও হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে শাশুড়ি রহিমা ও বড় ছেলের স্ত্রী নাসরিনের প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বড় ছেলের স্ত্রী নাসরিন আক্তারের সঙ্গে শাশুড়ি রহিমা বেগমের কলহ বাঁধে। উভয়েই উত্তেজিত হয়ে মারমুখি হন।
এ সময় বড় ছেলে মজিবর স্ত্রীর পক্ষ নিয়ে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধা মাকে এলোপাতাড়ি পেঠাতে থাকে। মাকে বাঁচাতে মেঝ ছেলে খায়রুল ইসলাম ও তার স্ত্রী রেবেকা পারভিন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করেন বড় ছেলে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত কুমার সেন জানান, বৃদ্ধা রহিমা বেগমের হাত ও শরীরের বেশ কিছু স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। সুস্থ হতে দুই-একদিন সময় লাগবে।
আহত মা রহিমা বেগম জানান, তার বড় ছেলে মজিবর পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই তাকে মারধর করে। প্রতিবাদ করেও কোনও লাভ হয় না। ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।