০৭:০৪:০৩ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
নওগাঁ: সারাদেশে চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটাশুরু হয়েছে। স্থানীয়ভাবে শ্রমিক সংকট থাকায় পার্শ্ববর্তী জেলা থেকে ধান কাটার জন্য শ্রমিকরা আসছেন। শ্রমিকদের স্বাগত জানানোসহ স্বাস্থ্য সুরক্ষা ও থাকার ব্যবস্থা করছেন নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দ নারায়নপুর গ্রামের মাঠে থানার ওসি আজম উদ্দিন ধান কাটা শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরামর্শ ও মাস্ক বিতরণ করেন। পরে তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় ওসি আজম উদ্দিন বলেন, ধান কাটার জন্য স্থানীয়দের পাশাপাশি বিপুলসংখ্যক শ্রমিক আশপাশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে। শ্রমিকদের থাকা খাওয়া, পরিবহনসহ তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হয়। মহামারী করোনার মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগত শ্রমিকদের স্বাগত জানানো হয় এবং তাদেরকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাজ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
তিনি বলেন, মাস্ক পরার ওপর গুরুত্বারোপ করে শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। শ্রমিকদের সাথে আলোচনা শেষে তাদের জন্য ইফতারের ব্যবস্থা হয়।
শ্রমিকদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন ওসি।