০৭:২৫:১০ শনিবার, ০১ এপ্রিল ২০২৩
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে হোম কোয়ারেন্টিনে না থেকে প্রবাসী যুবক বাইরে ঘো'রাঘু'রি করছেন এলাকাবাসীর মাধ্যমে এমন খবর পেয়ে অ'ভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। মালয়েশিয়াফেরত ওই যুবকের নাম মিজানুর রহমান মিজান।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার সঙ্গে থাকা পুলিশের দুই সদস্যকে অ'কথ্য ভাষায় গা'লিগা'লাজ ও মা'রধ'র করতে উদ্যত হন প্রবাসী মিজানুর রহমান ও তার দুই ভাই।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পা'লিয়ে যান