০৪:১৯:৫৬ শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
ভোলা থেকে : ‘ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি সংগ্রাম করেছে তার সম্ভ্রম রক্ষার জন্য। কিন্তু দুর্বৃত্তরা তাকে আগুনে পুড়িয়েছে। আমি আইনমন্ত্রীকে বলব, এমন আইন করার জন্য যাতে দ্রুতবিচার হয়ে এসব অপরাধীর সর্বোচ্চ সাজা কার্যকর হয়।’
শনিবার দুপুরে ভোলার পূর্বইলিশায় ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, এ ধরনের অত্যাচারীদের ফাঁসি দেওয়ার জন্য নতুন আইন করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি হলে এ ধরনের অপরাধ কমবে।
উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নজরুল ইসলাম গোলদার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিয়া সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী প্রমুখ।