০৫:২১:৫৩ বুধবার, ১০ আগস্ট ২০২২
বরগুনা থেকে : প্রকাশ্য দিবালোকে উপর্যুপরি কুপিয়ে রিফাত শরীফ নামে এক তরুণকে হত্যা করে দুর্বৃত্তরা। চিৎকার করে অন্যদের সাহায্য চেয়ে, খুনিদের দুই হাতে জাপটে ধরে ও ধাক্কা দিয়ে সরিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি রিফাতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নি।
তিনি এই ভয়াল স্মৃতির বর্ণনা দিয়েছেন। একইসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন ঘটনার সময় খুনিদের প্রতিহত করতে কারও কোনও সাহায্য না পাওয়ার। কান্নাজড়িত কণ্ঠে লড়াকু এই নারী সেই ভয়াল স্মৃতির বর্ণনা দিলেন।
মিন্নি বলেন, বিয়ের পরও নয়ন বন্ড আমাকে বিরক্ত করে আসছিল। বিষয়টি আমি আমার স্বামীকেও জানিয়েছিলাম। গতকাল (বুধবার, ২৬ জুন) সকালে আমি কলেজে যাই। রিফাত আমাকে কলেজ থেকে আনতে গিয়েছিল। আমরা কলেজ থেকে বের হই।
তিনি বলেন, কলেজের গেটে ওঁৎ পেতে থাকা কিছু সন্ত্রাসী এ সময় রিফাতকে কলেজ গেট থেকে টেনে নিয়ে নয়ন বন্ড ও তার সাঙ্গপাঙ্গদের কাছে নিয়ে যায়। তারা রিফাতকে আক্রমণ করে। মারার চেষ্টা করে। আমি অনেক চেষ্টা করেও ফেরাতে পারিনি।
কান্নাজড়িত কণ্ঠে মিন্নি বলেন, রাম দা নিয়ে আক্রমণ করে। আমি অনেক চেষ্টা করছি, অস্ত্র ধরছি, তাদের ধরছি, চিৎকার করছি। কেউ আগায়া আসে নাই। কেউ আমারে একটু সাহায্য করে নাই। আমি একলা ওরে হাসপাতালে নিয়া গেছি।’